ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি -২০২২ উপলক্ষে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের মাঝে উন্নত জাতের আম রুপালী গাছের চারা বিতরণ করা হয়েছে। কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে উন্নত জাতের আম রুপালী গাছের চারা বিতরণ উদ্বোধন করেন মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান জানু, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ জামিল হোসেন।
উপস্থিত ছিলেন আরো নেতৃবৃন্দ।
Leave a Reply