আফতাব উদ্দিন জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় যুব সংহতির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৩০ জানুয়ারি সোমবার শহরের পৌর মার্কেটের ২য় তলায় অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিসে সদর উপজেলা যুব সংহতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক ও মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি মহোদয়ের নির্দেশে। আহ্বায়ক শাহীন আহমদ মিন্টু, সদ্যস সচিব ছাব্বির আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আফতাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, নজরুল ইসলাম, মাঈনুউদ্দীন, আব্দুল আলীম, জিয়ানুর রহমান, সেনেল, ইকবাল মিয়া, নান্নু, এস এ সাগর, সদস্য হানিফ উল্লাহ সহ ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিকে জাতীয় যুব সংহতি সদর উপজেলা ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় সদর উপজেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনূর, সুনামগঞ্জ জেলা যুব সংহতির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বক্তব্যে সদর উপজেলা যুব সংহতি নব কমিটির আহ্বায়ক শাহিন আহমদ মিন্টু বলেন, আমাদের সদর কমিটি ঘোষণা করায় আমিও আমার সহযোদ্ধারা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ জেলা কমিটির প্রতি। আমি আমার সহকর্মীদের নিয়ে সর্বোচ্চটুকু দিয়ে এই কমিটির হাল ধরে রাখবো কারন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই সকলের প্রতি উদার্থ আহবান রইলো, যুবকরা চাইলে সব পারে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা পল্লীবন্দু পরিষদের সদস্য সচিব মশাহিদ আলম মহিম তালুকদার,সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি জামাল উদ্দিন,সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর,সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজ উদ্দিন, জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ,সহ কয়েক শত নেতাকর্মী।
Leave a Reply