শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে জয়পুরহাটে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শহরে আতি পুরাতন মন্দির মাদারগঞ্জ পুজা মণ্ডপে, সব কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠার করার লক্ষ্যে কুমারী পূজা করা হয়।
মহাঅষ্টমী তিথি, শারদীয় দুর্গোৎসবের আজ তৃতীয় দিন। দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণের জন্য ভক্তদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে।হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষ উপবাস করে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেন৷
আজ মহা অষ্টমী, এই দিনে দেবীকে কুমারীরূপে পূজা করে সনাতন ধর্মাবলম্বীরা।
মণ্ডপে কুমারী রূপে পূজিত হয়েছে ওই এলাকার কিশোরী পুষ্পিতা ও পৌলবী জমজ দুই বোন।
এসময় দর্শনার্থী ভক্তরা পূজা অর্চনা করে এবংএলাকা সনাতন ধর্মাবলম্বী লোকজনে প্রচন্ড ভীড় পূজা মণ্ডপে।
Leave a Reply