মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,(বীরগঞ্জ)দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে লিখিত অভিযোগ ছাড়াই বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.মাসুদুল হক কে অন্যায়, বিধি বহির্ভূত, বেআইনি ভাবে জোরপূর্বক পদত্যাগ লিখে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ আগষ্ট’২৪ সকালে বিজয় চত্বরে ছাত্র-জনতার ব্যান্যারে মানববন্ধন করে অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসিয়ে দিলেন সাধারণ ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধন আন্দোলনের নেতৃবৃন্দ ৫ দফা নির্দেশনা উল্লেখ করে সকলকে সতর্ক করে শিক্ষার্থীরা বলেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষসহ যাদের মব জাস্টিসের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হয়েছে বা বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে অবিলম্বে স্বপদে ফিরিয়ে আনতে হবে এবং হয়রানি বন্ধ করতে হবে, বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ সরকারি কার্যালয় সমূহে যারা ভাংচুর, হুমকি ইত্যাদি বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বীরগঞ্জের বিভিন্ন স্থানে যে চাঁদাবাজি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বীরগঞ্জের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র-রাজনীতি বন্ধ করতে হবে, বীরগঞ্জকে অস্থিতিশীল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ভূমিকা রাখছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাসহ বিভিন্ন শর্ত দেওয়া হয়। ছাত্র- জনতার যৌক্তিক দাবীর সাথে ঐক্যমত পোষন করেছে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণ করে অধ্যক্ষ ড. মাসুদুল হক বীরগঞ্জের আপামর জনতাকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করবার জন্য তারা সত্যের পথে লড়াই করেছে। একটি সরকারি কলেজে নিয়ম ও পরিপত্র অনুযায়ী চলে, সকল শিক্ষককে তাদের নিয়মের মধ্যে চলতে হয়।
তিনি আরও বলেন, আমরা দেখেছি যে ১৯৭১ সালের পর থেকে আমরা সর্ব স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তা সংস্কার করা প্রয়োজন।
Leave a Reply