সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও নদী ভাঁঙ্গন কবলিত এলাকায় অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় ৪৯৩ পরিবারে মাঝে চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহুস্পতিবার সকালে উমারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল ৷
বিশেষ অতিথি ছিলেন,জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ আকতারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আঃ মতিন মন্ডল প্রমূখ ৷
এসময় ৫০ হাজার টাকা করে ৫০ ও ৪৪৩ প্যাকেট ৪৪৩ অসহায়, অতিদরিদ্র, দুঃস্থ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয় ৷
Leave a Reply