সিরাজগঞ্জের চৌহালীতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে চৌহালীতে স্বাধীনতার স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা পরিষদের কাঁঠাল বাগানে ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও আ’লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, থানার ওসি হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার , ভাইস চেয়ারম্যান নাসরিন ও মোল্যা বাবুল আক্তার ৷ এদিকে আলাদা অনুষ্ঠানে উপজেলা আ’লীগের আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি- তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মোল্যা বাবুল আক্তারের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, আ’লীগের কোষাধ্যক্ষ নুর আলম আনছারী , স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার , ছাত্রলীগের সম্পাদক মাইন মোল্যা মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
Leave a Reply