বার্তা ডেস্ক :
অনেক টানাপোড়েন শেষে ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশস্থল চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা দলে দলে মাঠটিতে যাচ্ছেন। এর প্রস্তুতি ও নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চেয়েছে দলটির নেতারা।
বিএনপির ঢাকা বিভাগী গণসমাবেশ ঘিরে বেশ কয়েদিন থেকেই রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। পল্টনে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটে। গ্রেপ্তার হন বিএনপির শীর্ষ নেতারাও।
সব অনিশ্চয়তা কাটার পর বিএনপির ঢাকা বিভাগী গণসমাবেশটি রাজধানীর গোলাপবাগে হচ্ছে। দুপুরের পর ডিবি পুলিশের পক্ষ থেকে গোলাপবাগের মাঠ বরাদ্দ দেয়ার কথা জানানো হয়।
এরপরই দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। দলটির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, শীর্ষ নেতারা না থাকলেও তারা সমাবেশ করছেন।
কাল বেলা ১১টায় বিএনপির সমাবেশ শুরু হবে জানিয়ে এর প্রস্তুতি ও নিরাপত্তায় পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি।
এদিকে সমাবেশস্থল চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা দলে দলে গোলাপবাগ মাঠে যাচ্ছেন। সমাবেশে সফল করতে সব প্রস্তুতি নিচ্ছে তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম