মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার : ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে হিন্দু ধর্মলম্বীদের সর্ব বৃহত্ত ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান, এর সভাপতিত্বে থানার অন্যন্য অফিসারসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগনদের উপস্থিতিতে অফিসার ইনচার্জ এর কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সকলের অংশগ্রহণে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সার্থক সফল মন্ডিত কি ভাবে করা যায়।
সে বিষয়ে আলোচনা করা হয়, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান বলেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কাম্য। এই ধরনের একটি আলোচনা সভা করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply