মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েক রাউন্ড বন্দুকের গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার ২৮ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার পারকুশলি গ্রামে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সদর উপজেলার পারকুশলি গ্রামের শিপন শেখের একটি জায়গা একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল। কিন্তু, রেজিস্ট্রি না করেই জায়গাটি দখলে নিয়ে কারখানা করার উদ্যোগ নেন বোরহান গাজী।
রোববার সন্ধ্যায় কারখানার ভিত্তি স্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শিপন শেখ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেন।
তিনি আরও বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখেনো কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি।
Leave a Reply