মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ জেলার সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তর পাড়া হিন্দুপাড়া এলাকার মৃত রামাকান্ত মন্ডল এর পুত্র সুশান্ত মন্ডলকে পিটিয়ে মেরে ফেলেছে হিন্দু পাড়া এলাকার কতিপয় দুর্ত্তরা। জানা যায় নিহত সুশান্ত মন্ডল গোপালগঞ্জ মাহামুদ সুপার মার্কেটের সম্পা টেইলারর্সের একজন দর্জি শ্রমিক।
সরেজমিনে গেলে জানা যায়, নিহত সুশান্ত মন্ডল তার নিজের বসত বাড়ির সামনে ঘর তোলাকে কেন্দ্র করে এই গোন্ডগোল ও হত্যা সংঘটিত হয়েছে। আশেপাশের লোকজন বলেন, সুশান্ত মন্ডলের এই ঘর উঠানোই তার জীবন নাশের কারন। তার এই ঘরের চাল খেকে পানি পড়বে পাশের বাড়ির উপর এ নিয়েই মুল গন্ডগোলের সৃষ্টি।
এ ব্যপারে নিহত সুশান্ত মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডল বলেন, আমার স্বামী গতকাল রাতে কাজ শেষ করে বাড়িতে এসে গরু বাশুর ঘরে তোলার সময় পাশের বাড়ির হেম মন্ডলের ছেলে মলয় মন্ডল, মৃনাল মন্ডর, অমর মন্ডলের ছেলে উজ্জল মন্ডল, রঞ্জন মন্ডল , রাজু মন্ডল, স্বরশতী মন্ডল সহ আরো অনেকে বাশের লাঠি, হাত দা, রামদা সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীর উপর হামলা করে।ওরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমার স্বামীর কোন অপরাধ ছিল না। আমার ঘরের চাল থেকে পানি পড়বে তাদের জায়গায় এটাই আমাদের অপরাধ। সামান্য পানি পড়বে বলে আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। আমার স্বামী আমাদের নিজের যায়গায় ঘর তুলছিল ওরা টাকার গরমে আমার স্বামীকে হত্যা করেছে।আমি আমার স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে ওখানেও আমার উপর আক্রমন করেছে। তিনি আরো বলেন রঞ্জন মন্ডল ও স্বরশতী মন্ডল লাল মিয়া সিটি কলেজে চাকুরী করে।
নিহতের ছেলে জয়ন্ত মন্ডল বলেন, আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, বাবার হত্যার পরেও তারা বলে সব মেরে ফেলবো যত টাকা লাগবে, কউকে বাঁচতে দেব না। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গোপালগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিচুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম এ ব্যপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম