মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজী সালমা আক্তার (৫৮), কাজী আছমা বেগম (৫৬), কাজী নাছিমা বেগম (৬২), কোমল বেগম (৭৫) ও মাইক্রোবাসের চালক আলমগীর।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, বরিশাল থেকে ঢাকামুখী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
এর মধ্যে, একই পরিবারের চারজন। অপরজন মাইক্রোবাসের চালক। নিহত চার নারীর বাড়ি মাদারীপুরের কালকিনিতে, অপরজনের বাড়ি গোপালগঞ্জে। যোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম