মো:গোলাম কিবরিয়া: আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৫৫ নং ওয়ার্ড থেকে ঝুড়ি মার্কা বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন। বুধবার বিকেলে তার নিজ কার্যালয় থেকে এই প্রচারণা শুরু হয়। প্রচারণার অংশ হিসেবে প্রথম দিন সহস্রাধিক লোক নিয়ে মিছিল করেন এই প্রার্থী। এই সময় মিছিলটি অলিম্পিয়া টেক্সটাইল মিল, মিলগেট তুলা মার্কেট থেকে শুরু হযে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্টেশন রোড, মুন্নু গেট হয়ে ৫৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তার নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই সময় হাজ্বী হাসান উদ্দিন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড দীর্ঘদিন যাবৎ একটি অবহেলিত ওয়ার্ড। শিল্প অধ্যুষিত এই ওয়ার্ডে বেশিরভাগ নিন্মআয়ের ছিন্নমূল মানুষের বসবাস। ৬টি বস্তি নিয়ে গঠিত এই ওয়ার্ডে অধিকাংশ এলাকায় নেই নুনতম নাগরিক সুবিধা। এই সব নিন্ম আয়ের মানুষের ভাগ্য উন্নয়নে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমি কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়েছি। আমি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশী। আমি আগামী ২৫ শে মে ২০২৩ ইং তারিখ নির্বাচনে জয় লাভ করলে ৫৫ নং ওয়ার্ড বাসীকে সর্বোচ্চ সেবা প্রদান করবো – ইনশাআল্লাহ্।
Leave a Reply