হানিফ ঢালী গাজীপুর : গাজীপুরের পুবাইল বসুগাঁও এলাকায় টঙ্গীগামী নম্বরবিহীন লেগুনা পরিবহনের গাড়ী অটোকে চাপা দিলে ঘটনাস্থলে জাপান ইন্টারন্যাশনাল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেহরাব হোসেন (১৬) নিহত ও অপর ৩ ছাত্রসহ অটো চালক আহত হয়েছে।
জানা যায়, পুবাইল জাপান ইন্টারন্যাশনাল কলেজের ছাত্ররা কলেজ ছুটির পর একটি ব্যাটারি চালিত অটো নিয়ে টঙ্গী কালীগঞ্জ রোডে উঠার সময় কালীগঞ্জ থেকে দ্রুত গামী স্থানীয় মিরের বাজারের বাসিন্দা জনৈক কাজলের নিয়ন্ত্রণাধীন চালক হাফিজুল ইসলাম (৫০) নম্বর বিহীন লেগুনা দ্রুতগতিতে চালিয়ে আসার সময় অটোকে চাপা দিলে ঘটনাস্থলে চার ছাত্র গুরতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করমতলা হাসপাতালে নিয়ে তিন ছাত্রকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। আশংকাজন অবস্থায় পিকুলিয়া গ্রামের বাসিন্দা মহিবুল্লার একমাত্র ছেলে মেহরাব হোসেনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ওই কলেজ ছাত্র জাপান ইন্টারন্যাশনাল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।এক ভাই এক বোনের মধ্যে সে বড়। নিহতের মা জানান, আমার একমাত্র ছেলে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিলো, সেই স্বপ্ন কেড়ে নিলো লেগুনা পরিবহন। আমি এঘটনার বিচার চাই। জাপান ইন্টারন্যাশনাল কলেজের অধ্যাপক রবিউল ইসলাম জানান, নিহত মেহরাব কলেজের মেধাবী ছাত্র ছিলো, সড়ক দূর্ঘটনায় তাকে হারিয়ে আমরা শোকাহত।
এঘটনায় লেগুনা ও চালক আটক আছে। একটি দরিদ্র পরিবারের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেলো। আমরা এর সুস্ট বিচার চাই। ঘটনার তিন ঘন্টা পেরিয়ে গেলেও পুবাইল থানা পুলিশ হাসপাতালে না আসায় বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি জানতে পুবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কে মুঠোফোন যোগাযোগ করে উনাকে পাওয়া যায়নি।
Leave a Reply