মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুরের পূবাইলে কক্সবাজার থেকে আসা পিকনিক বাসে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ২৫ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ( ডবি ) এ সময় ৪ জন সক্রীয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর ডিবি পুলিশ।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিধানিক দল অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কামারগাঁও এলাকায় থেকে ১ লক্ষ ২৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার ও ৪ জন মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী বাসটিকে জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর বিভাগ) মুহাম্মদ কামাল হোসেন। পুলিশ জানায়, স্থানীয় লোকদের বিনা খরচে কক্সবাজার পিকনিকে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান গাজীপুরে নিয়ে আসতো মাদক কারবারিরা।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জিএমপি গোয়েন্দা পুলিশ। কক্সবাজার থেকে টঙ্গীগামী মাদক বহনকারী ওই পিকনিকের বাসটি স। গাজীপুর মহানগরের পূবাইল কামারগাঁও এলাকায় পৌঁছালে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ।
এ সময় বাসের ভেতরের বিভিন্ন স্থান থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। বাসে থাকা চার মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
জিএমপির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর বিভাগ) মুহাম্মদ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply