রাকিবুল ইসলাম গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় সিংহশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে রাতের আদারে আগবড় আলির লিচুর বাগান পূর্ব শত্রুতার জেরে ভেঙে ফেলে দুর্বৃত্তরা ।
তার পর কৃষক আকবড় আলী :বলেন অনেক কষ্ট করে গড়েতুলা আমার এই ৫০ শতাংশ জমির উপর এই লিচুর বাগান এই লিচু চাড়া গুলি আমি সরকারি ভাবে পেয়েছি। চারাগুলো রোপণ করেছি প্রায় ৩ বৎসর হয়ে গেছে। কিন্তু এত কষ্টের পরে আজ ১১/২/২০২৪ রোজ রবিবার সকালে ঘুম থেকে উঠে আমি আমার লিচুবাগান দেখতে গিয়ে দেখি বাগানের সব চারা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
তার পর আমি কিছু বুঝতে না পেয়ে সিংহশ্রী ইউনিয়নের ৪/৫/ও ৬ নং ওয়ার্ডের কর্মরত কৃষি অফিসার। ম: ওয়াসিম উপসহকারী কৃষি অফিসার ব্লক: সিংহশ্রী
উপ-সহকারী কৃষি অফিসার কে কল দেই। তাৎক্ষণিক ওই কৃষি অফিসার আমার লিচুর বাগানে চলে আসেন এবং সব দেখেন ।
আমাদের সময়ের আলো ২৪ :কে উপ-সহকারী কৃষি অফিসার বলেন আকবড় আলীর বাগান থেকে গত রাতে ১৪ থেকে ১৫ টি লিচুর চারা এবং তিন থেকে চারটি আকাশী গাছের চারা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। চারাগুলার রোপন করেছে তিন বৎসর হয়েছে এর মধ্যে সকল সাহায্য সহযোগিতা করেছি আমরা।
কে বা কারা এই লিচু চাড়া গুলো রাতের অন্ধকারে ভেঙেছে তা এখনো জানা যায়নি । এ বিষয়ে কৃষক আকবড় আলি সিংহশ্রী ইউনিয়ন ক্যাম্পে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন কৃষক আকবড় আলী।
Leave a Reply