মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগরীর পূবাইলে ১৮০ পিস ইয়াবা টেবলেট সহ সোহেল আরমান ওরফে চায়না সোহেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।৪ ঠা আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে তাকে আটক করা হয়, পরে তার দেহ তল্লাশি করে ১৮০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। সোহেল আরমান ওরফে চায়না সোহেল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার মাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোঃ মাহবুব আলম মহোদয়ের দিক নির্দেশনায়, উপ পুলিশ কমিশনার(অপরাধ দক্ষিণ) মোঃ মাহবুব উজ-জামান এর তত্বাবধানে, পূবাইল থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে, পূবাইল থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ শওকত ৩৯ নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকার নিমতলী রেস্টুরেন্টের সামনে থেকে অভিযান চালিয়ে আসামির নিকট হতে একশত আশি পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।এছাড়াও আসামীর বিরুদ্ধে আগেরও দুটি মাদক মামলা ও পূবাইল থানায় জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি আরও বলেন সোহেল আরমান ওরফে চায়না সোহেল দীর্ঘদিন দিন ধরে গাজীপুরের পূবাইল সহ দেশের বিভিন্ন জায়গাতে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
সে এবং তার স্ত্রী বৃষ্টি, ফাতেমা সবাই মাদক ক্রয় বিক্রয় সাথে জড়িত। তাদের কেউ গ্রেফতারের চেষ্টা চলছে। আমার অত্র থানা এলাকায় সন্ত্রাসী মাদক ব্যবসায়ী,ছিনতাইকারী,চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সব সময় অভিযান অঅব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply