মোঃ মুজাহিদুল ইসলামঃ গত ২৭ শে জানুয়ারী রাত অনুমান ০৯.০০ ঘটিকায় বাদীর ইজিবাইকযোগে গাজীপুর সদর থানাধীন রাজবাড়ী মাঠের সামনে থেকে ধৃত আসামী ১. মোঃ সাকিব ওরফে শাওন (২৫) এবং ২. (মোঃ রিপন হোসেন ওরফে রনি সহ অজ্ঞাতনামা ০২ জন আসামী পূবাইল থানাধীন কলেজ গেইট এলাকায় আসবে মর্মে ২৫০/-টাকা ভাড়া চুক্তি করে ইজিবাইকে উঠে। ইং ২৭/০১/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় পূবাইল থানাধীন বিলাসাড়া সাকিনস্থ জয়দেবপুর টু পূবাইল কলেজ গেইট রোডস্থ পিএসসিসি রিসোর্ট এর সামনে পাকা রাস্তা উপর পৌঁছালে ধৃত আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা ০২ জন আসামীগন পূর্ব পরিকল্পিতভাবে বাদীর ইজিবাইকটি থামাতে বলে।
বাদী তাদের কথামত ইজিবাইক থামানো মাত্রই ইজিবাইকের পিছনে থাকা ধৃত আসামীদ্বয় পলাতক ০২ জন আসামী সহ বাদীর চোখে বালু ছিটিয়ে দিয়ে বাদীকে চড় থাপ্পর মেরে আতঙ্ক সৃষ্টি করে ইজিবাইক থেকে মাটিতে নামিয়ে ধৃত আসামীদ্বয় ভয়ভীতি প্রদর্শন করে বাদীকে ধাক্কা দিয়ে রোডের পার্শ্বে ফেলে দিয়ে বাদীর ভাড়া নেওয়া ইজিবাইক নিয়ে দ্রুত পূবাইল কলেজ গেইটের দিকে পালিয়ে যায়।
অতঃপর স্থানীয় লোকজন আসামীদ্বয়কে ছিনতাইকৃত ইজিবাইকসহ আটক পূর্বক থানা পুলিশের নিকট হস্তান্তর করিলে উক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-১০, তারিখ-২৮/০১/২০২৪ খ্রিঃ ধারা-৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধন/২০১৯) রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ বলেন, ইজিবাইক ছিনতাই চক্রের ২ জন সক্রিয় সদস্যকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমার থানা এলাকায় মাদক, চুরি,ডাকাতি,ছিনতাই,চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন দৃষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে এবং থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম