মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন কলেজ গেট এলাকায় গত ৭ ই আগস্ট ২০২৩ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম এর দিক নির্দেশনায় উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ জনাব মোঃ মাহবুব উজজামান এর নির্দেশে, পুবাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুবাইল থানার চৌকস পুলিশ অফিসার এসআই হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করিয়া ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৫০ টাকা উদ্ধার করে। অপর আসামি পালিয়ে যায়। আটককৃতরা হলেন,১। রিয়াজউদ্দিন (৫৩) পিতা মৃত মহিদ উদ্দিন ওরফে মাহিন উদ্দীন, সাং-মুনসুরপুর, ২। ইয়াসিন মিয়া (৩৩) পিতা মৃত চাঁন মিয়া, সাং- দড়িসম, উভয় থানা- কালিগঞ্জ,জেলা- গাজীপুর।পলাতক আসামী নূর মোহাম্মদ (৩৫) পিতা মৃত- ফজলু মিয়া সাং উত্তর ভাজারাতি, থানা- কালিগঞ্জ,জেলা- গাজীপুর।আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক ) ৪১ ধারা মোতাবেক পুবাইল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ০৫ তারিখ ০৭/ ০৮/ ২০২৩ ইং।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামিরা যোগসাজসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে পুবাইল থানা সহ গাজীপুরের বিভিন্ন জায়গাতে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে ৪০০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হই। আর পলাতক আসামীকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।
আমার অত্র থানা এলাকায় চুরি ডাকাতি ছিনতাই মাদক কারবারি ও কিশোর গ্যাং সহ সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply