রাকিবুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর জয়দেবপুর ভাওয়াল রেল স্টেশনে ঢাকা গামী ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়ে গেছে
(এক জন নিহত হয়েছে) এবং ট্রেন চালক ট্রেনের বিতর বন্দ অবস্থায় রয়েছে অনেক হতাহতের আশংকা করা হচ্ছে।
এখন বর্তমানে ঢাকা টু ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
আনুমানিক ৪.১০ মিনিটে দুর্ঘটনাটি গটে ছিলাই ব্রিজের কাছে '
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। একটু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি আরও বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম