গাজী আবদুল আলীম বিশেষ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ ১শাখা তারিখ ০৫ই ডিসেম্বর স্মারক নম্বর ৪৪.০০.০০০০.৯৪.১৯.০০১. ১৮. ৪৭৯ আদেশে রেন্জ ডি আইজি বরিশাল রেন্জে কর্মরত পুলিশ সুপার মো:শফিকুল ইসলাম শফিক কে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার পদে যোগদানের আদেশ দিয়েছেন।
সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম শফিক একজন আদর্শবান পুলিশ কমিশনার,সাহসী,নির্ভিক,কর্মঠ,দ্বায়িত্ব পরায়ণ।মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশে সুনাম ও আস্হা অর্জন করেছেন। তিনি অচিরেই রেন্জ ডি আই জি বরিশালের পুলিশ সুপার পদ থেকে বিদায় নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পদে যোগদান করবেন বলে জানিয়েছেন।
আগামী ১৫ই ডিসেম্বর বরিশাল রেন্জ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে বিদায় নিবেন বলে জানিয়েছেন।
চাকুরী জীবনে তিনি যেখানে যে জেলায় কর্মরত ছিলেন সেখানে সকলের ভালবাসা, আস্হা ও সুনাম অর্জন করেছেন।
শফিকুল ইসলাম শফিক এর জন্ম খুলনা জেলার রুপসা উপজেলার আনন্দ নগর গ্রামে। তার বাবা শহীদূল ইসলাম শহীদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা,ও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্হ কর্মকর্তা।
পারিবারিক ও সামাজিক মর্যাদায় আদর্শিক চারিত্রিক গুণাবলী তিনি কর্মক্ষেত্রেেও সমুন্নত রেখেছেন।উত্তরোত্তর তার সফলতায় আলোকিত হোক খুলনাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম