চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, আলীর ক্লাব এলাকার মানিকের ছেলে হৃদয়, দুলালের ছেলে পারভেজ ও শহীদুলের ছেলে নয়ন।
শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে আলীর ক্লাব সংলগ্ন দারুস সালাম মসজিদের পাশে পরত্যিাক্ত জমির পাশ থেকে হেটে যাওয়ার সময় এক মহিলা ডোবার মধ্যে নয়নের মরদেহ দেখে চিৎকার করতে থাকে। পরে ওই এলাকার মানুষ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন, রাত সাড়ে ৩ টার দিকে হৃদয় ও নয়ন নামের দুই যুবক ইজিবাইক চালিয়ে ময়ূর আবাসিক প্রকল্প ও ব্রীজ পার হচ্ছিল। তারা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি স্বীকার করে। কিন্তু হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম