খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম এর দিক-নির্দেশনায় রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান
চালিয়ে অ্যাম্বুলেন্স সহ তিনজনকে গ্রেফতার করে।
আটকৃতরা হল খুলনার ছোট বয়রা এলাকার আতিয়ার রহমানের পুত্র আশরাফুল ইসলাম সুমন ( ২৬) ওহিদ গাজীর পুত্র শিমুল গাজী (২৮) এবং রাজবাড়ী পাংশা উপজেলার খন্দকার হাসানুজ্জামানের পুত্র খন্দকার শাহরিয়ার বাঁধন ( ২৬)। এ সময় তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ । এ ব্যাপারে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।
পুলিশ জানায়, বুধবার ১৭আগস্ট সকাল ৮.২৫ টার সময় রূপসা থানাধীন কাজদিয়া গ্রামস্থ কাজদিয়া বাজারে মালিবাগ মোড়ের জনৈক আরব আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী একটি মাইক্রোবাস (এ্যাম্বুলেন্স) সহ ধৃত করে।প্রাইভেট অ্যাম্বুলেন্স (যার নং ঢাকা -মেট্রো -ছ -৭১ -২৩৫৯ )।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত মাইক্রো (এ্যাম্বুলেন্স) সিটের মধ্যে থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। মাইক্রোবাসটি ফকিরহাট উপজেলা থেকে রূপসা উপজেলা হয়ে খুলনায় যিচ্ছিল।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে খুলনা জেলার রূপসা থানার মামলা দায়ের হয়েছে নং-১৭
Leave a Reply