মোঃ খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার : খুলনার পাইকগাছায় ১বছরের সাজাপ্রাপ্ত রুস্তম আলী (২৮) নামে পালাতক আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পৌরসভা সদরস্থ সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে বুধবার দুপুরে থানা পুলিশের এএসআই শেখ পলাশ তাকে গ্রেপ্তার করেন। রুস্তম আলী গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মৃতঃ সোহরাব আলীর ছেলে। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, বরিশাল যুগ্ম দায়রা জজ তৃতীয় আদালতের মামলা নং-৯১৯/২০১৯ ও সি,আর মামলা নং-৪২৪/১৮ (সদর) আদালত রুস্তমের বিরুদ্ধে ৩১৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় দেন। আদালতের রায়ের পর থেকে রুস্তম পলাতক ছিল। ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী রুস্তমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply