বার্তা ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংঘাত চায় না,শান্তি চায়। কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতে জড়াতে চায়। বেগম খালেদা জিয়া রাজনীতি করতে চাইলে মুক্তির শর্ত অনুসারে তা করতে পারবেন বলেও জানান তিনি।
সোমবার (২০ অক্টোবর) অমর একুশে গ্রন্থমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তার নিজের লেখা বইয়ে অটোগ্রাফ দিয়ে ছাত্রলীগ কর্মীদের হাতে তুলে দেন ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিএনপি যাতে ২০১৩-১৪ সালের মতো সহিংসতা ও অগ্নিসন্ত্রাস ঘটাতে না পারে, সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সতর্ক রয়েছে। পরে বই মেলায় জোহরা মিতুর লেখা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন ওবায়দুল কাদের।
এদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে আবোল তাবল বকছে বিএনপি।
বর্তমান সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম