রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত নানিয়ারচর উপজেলার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম দীর্ঘদিন রাঙ্গামাটিতে চাকুরি করার সুবাধে সেখানে সকলের সাথে পরিচিত হয়। এবং পরবর্তীতে অবসর থাকা অস্থায় তাহার লালিত ও পালিত অবৈধ ভুমি দখলদার সন্ত্রাশী প্রকৃতির সঙ্গবদ্ধ চক্রের লোকজন অসৎ উদ্দেশ্যে অর্থ এবং সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে এলাকার সহজ সরল অশিক্ষিত সাধারণ লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা মূল্যের জায়গা স্বল্প মূল্যের দাম ধার্য্য করিয়া এবং তফসিলে জায়গার পরিমান বেশী উল্লেখ করিয়া ক্রয় পূর্বক দখল করিয়া তাহার নামে নামজারী করিয়া নেয়।শুধু তাই নয় মোঃ নুরুল ইসলাম পরবর্তীতে এলাকার সহজ সরল সাধারণ লোকদের নিকট অধীক টাকা মূল্যে ধার্য্য করিয়া জায়গা বিক্রির হলফনামায় তাহার স্বাভাবিক স্বাক্ষর প্রদান করিয়া নেয়। অসৎ উদ্দেশ্যে অর্থ এবং সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে জাল জালিয়াতীর মাধ্যমে নামজারী আবেদনে ভিন্ন ভিন্ন স্বাক্ষর প্রদান করিয়া পরবর্তীতে উক্ত নিজের স্বাক্ষর তাহার নহে বলিয়া কোন জায়গা বিক্রির হলফনামা সম্পাদন করেনি, কোন জায়গা বিক্রির অনুমতির আবেদন সম্পাদন করেনি মর্মে জানিয়ে দেয় এবং পূনরায় নামজারি করিয়া দিবে মর্মে অধিক অংকের টাকা দাবী করিয়া এবং উক্ত টাকা গ্রহন করিয়া প্রতারণা পূর্বক জাল জালিয়াতীর মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করাসহ মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করিয়া আসিতেছে।
তার কাছ থেকে বাদ যায়নী নিরীহ মানুষ ভুক্তভোগীরা হলেন ০১। আলী হোসেন, পিতাঃ- মৃত মজিদ, সাং- ইসলামপুর, ওয়ার্ড নং-০২, ডাকঘরঃ- নানিয়ারচর, থানাঃ- নানিয়ারচর, জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হইতে মোঃ নুরুল ইসলাম অপকৌশলে ৩.০০ (তিন একর) একর জায়গার ক্রয় করিবে বলিয়া তাহার স্থলে ৪.৭৫ (চার একর পঁচাত্তর শতক) একর জায়গা হলফনামা সম্পাদন পূর্বক জায়গার মূল্য পরিশোধ করিয়াছেন, ০২। শাহাজাহান বিশ্বাস, পিতাঃ-মৃত ধলু বিশ্বাস, সাং- ইসলামপুর, ওয়ার্ড নং-০২, ডাকঘরঃ- নানিয়ারচর, থানাঃ- নানিয়ারচর, জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হইতে মোঃ নুরুল ইসলাম অপকৌশলে ৩.০০ (তিন একর) একর জায়গার ক্রয় করিবে বলিয়া তাহার স্থলে ৪.৭৫ (চার একর পঁচাত্তর শতক) একর জায়গা হলফনামা সম্পাদন পূর্বক জায়গার মূল্য পরিশোধ করিয়াছেন, ০৩। নুরু বিশ্বাস, পিতাঃ- মৃত ধলু বিশ্বাস, সাং- ইসলামপুর, ওয়ার্ড নং-০২, ডাকঘরঃ- নানিয়ারচর, থানাঃ- নানিয়ারচর, জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হইতে মোঃ নুরুল ইসলাম অপকৌশলে ৪.০০ (চার একর) একর জায়গার ক্রয় করিবে বলিয়া তাহার স্থলে ৪.৭৫ (চার একর পঁচাত্তর শতক) একর জায়গা হলফনামা সম্পাদন পূর্বক জায়গার মূল্য পরিশোধ করে নাই, ০৪। শামসু, পিতাঃ- মৃত হাসেম, সাং- ইসলামপুর, ওয়ার্ড নং-০২, ডাকঘরঃ- নানিয়ারচর, থানাঃ- নানিয়ারচর, জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হইতে মোঃ নুরুল ইসলাম অপকৌশলে ৬.৭৫ (ছয় একর পঁচাত্তর শতক) একর জায়গা হলফনামা সম্পাদন পূর্বক জায়গার মূল্য ৪,০০,০০০/-টাকা ধার্য্যে করিয়া ২,০০,০০০/- টাকা পরিশোধ করিয়াছেন অবশিষ্ট ২,০০,০০০/- পরিশোধ করে নাই, ০৫। লিয়াকত, পিতাঃ- মৃত ফয়েজ উদ্দিন, সাং- ইসলামপুর, ওয়ার্ড নং-০২, ডাকঘরঃ- নানিয়ারচর, থানাঃ- নানিয়ারচর, জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হইতে মোঃ নুরুল ইসলাম অপকৌশলে ৪.৫০ (চার একর পঞ্চাশ শতক) একর জায়গা হলফনামা সম্পাদন পূর্বক জায়গার মূল্য ৩,০০,০০০/-টাকা ধার্য করিয়া ২,০০,০০০/- টাকা পরিশোধ করিয়াছেন অবশিষ্ট ১,০০,০০০/- পরিশোধ করে নাই এবং ০৬। মরিয়ম, স্বামীঃ- মৃত মোক্তার হোসেন, সাং- ইসলামপুর, ওয়ার্ড নং-০২, ডাকঘরঃ- নানিয়ারচর, থানাঃ- নানিয়ারচর, জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হইতে মোঃ নুরুল ইসলাম অপকৌশলে ৪.৭৫ (চার একর পঁচাত্তর শতক) একর জায়গা হলফনামা সম্পাদন পূর্বক জায়গার মূল্য ১,৫০,০০০/-টাকা ধার্য্য করিয়া ১,০০,০০০/- টাকা পরিশোধ করিয়াছেন অবশিষ্ট ৫০,০০০/- পরিশোধ করে।অসহায় ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবী এই মোঃ নুরুল ইসলাম কে এ সকল বিষয়ে তদন্ত করে আইনের আওতায় আনা হোক। তাই উপরোক্ত বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
https://www.dailysomoyaralo24.com/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0/
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম