বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রামের নিম্নবিত্ত অসহায় এবং নিরন্ন মানুষের আর্থিক দুর্দশা
নিরসনে (BPWN) এর সহযোগিতায় দুস্থ ও নিরন্ন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা। অদ্য ২৫.০৭.২০২২ খ্রি. তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকায় পুলিশ লাইন্স কুড়িগ্রাম ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) কর্তৃক দুস্থ ও নিরন্ন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার কুড়িগ্রাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয়, কুড়িগ্রাম জেলার অসহায়, গৃহহীন, নদীভাঙ্গন কবলিত ২০ টি পরিবারকে নগদ ১০,০০০ টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও রাজারহাট থানার একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম সার্কেল, জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল,
জনাব মোঃ সুমন রেজা, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম