নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে গত ২২ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২, আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা মৎস্য অফিস কর্তৃক নিরাপদ মাছ চাষ উৎপাদন এবং অবৈধ মৎস্য নিধনের
বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অদ্য সকাল ৬ ঘটিকা থেকে কুড়িগ্রাম জেলা মৎস্য অফিস এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে ধরলা এবং ব্রম্মপুত্র নদে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় কুড়িগ্রাম জেলা মৎস্য অফিসের কর্মকর্তার সংগে কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা জনাবা ইসমত আরার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান এবং সহকারী কমিশনার সুনন্দা সরকার প্রমা, পুলিশের ফোর্স এস,আই মামুনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা নদী থেকে অবৈধ ২৫ টি চায়না জাল এবং ৩৮ টি কারেন্ট জাল জব্দ করেন। পরে জনসম্মুখে জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব ইসমত আরা জানান আমাদের দেশীয় মাছ চাষ উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন নির্বিঘ্ন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আমরা মৎস্য উতপাদন বৃদ্ধিতে এবং
মৎস্য চাষিদের যেকোনো প্রয়োজনে পরামর্শ এবং সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছি।
Leave a Reply