মোঃ রোস্তম আলী কাহারোল থেকে : দিনাজপুরের কাহারোল উপজেলায় কাহারোল- সেতাবগঞ্জগামী রোডে চন্ডিপুর নামক স্থানে কলাবাহী পিক আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হৃদয় ইসলাম(২৮) নামে এক ব্যক্তি নিহত হয়।নিহত ব্যক্তি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ভাঙ্গুড়া গ্রামের মৃত মফিজুল ইসলাম বাবুর পুত্র ।
কাহারোল থানা পুলিশের অনুপস্থিতে খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম সঙ্গীয় টিম সহ ঘটনাস্হলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে তার ভাই মারুফ হোসেনের কাছে হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম