কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় চলমান সময়ে সার সংকট ও খুচরা সার বিক্রেতার কাছে উচ্চ মূল্য কৃষকের সার পাওয়ার অভিযোগ উঠলে মেসার্স সোনালী টেডার্স এর মালিক সার ডিলার মোঃ ফারুক মিয়াকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) কাহারোল উপজেলা পুনর্ভবা ব্রিজ সংলগ্ন মেসার্স সোনালী টেডার্সের মালিক সার ডিলার মোঃ ফারুক মিয়ায় দোকানে অভিযান চালিয়ে ৫ টন ইউরিয়া ইউরিয়া সারের হিসাব গড়মিল পেলে, সার ব্যবস্থাপনা আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃবোরহান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীস ও কাহারোল থানার এসআই মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীও ফোর্স।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম