মোঃ রোস্তম আলী কাহারোল (দিনাজপুর) থেকে :
দিনাজপুরের কাহারোল উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।
এই অনির্বাচিত একটি ফ্যাসিস্ট সরকার বিগত সাড়ে পনেরো বছর দেশটাকে শাসন করেছে, জনগণের কোন ম্যান্ডেট নেইনি, এই সরকার শাসন করেছে শাোষন করেছে, আমরা দীর্ঘ সময় তার এই দুঃশাসনে সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলন করেছি কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করে অন্যায় ভাবে বিভিন্ন মিথ্যা মামলা ও গুলিবর্ষণ করে আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তার কার্যালয়ে তালা ঝুলবে বলে উল্লেখ করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশা।
রবিবার(১৮ আগষ্ট ২০২৪) কাহারোলে অবিলম্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ফারুক ও ভাইস চেয়ারম্যানসহ ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে বিক্ষোভ সমাবেশ শেষে প্রথমত উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর পর্যায়ক্রমে ৬ টি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম