তানভীর আহাম্মেদ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ১০ পিচ ইয়াবাসহ নাদিম হোসেন মুরাদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।
রবিবার রাত ১০ টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও শিক্ষা নিকেতন হাই স্কুল মাঠের গেট থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় পুলিশ। থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে ও এএসআই রাখিবুল ইসলাম সঙ্গীয় একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে নাদিম হোসেন মুরাদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রি করার ১১০০ টাকা জব্দ করা হয়।
কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম