কাহারোল দিনাজপুর প্রতিনিধি : “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ অক্টোবর ২০২৪) বেলা ১১ টায় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এবং পল্লীশ্রী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর মো. আফিজার রহমান, প্রেস ক্লাব সভাপতি মো. সাইফুল ইসলাম, ৩ নং ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন, কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম, রামচন্দ্রপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাওনেওয়াজ বাবু, ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এনজিও প্রতিনিধি ছাত্র-ছাত্রী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন পল্লীশ্রী’র উপজেলা সমন্বয়কারী মোঃ মনতাজুল ইসলাম।
Hallo