আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ সুপার, আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদর সার্কেল, রেজওয়ানুল ইসলাম এর নির্দেশনায় কাজিপুর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে,
অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম কাজিপুর থানার তত্ত্বাবধানে, কাজিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) গ্রাম হেরোইন সহ আসামী মোঃ রফিকুল ইসলাম অপু (৫০) গ্রেপ্তার কার হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় রফিকুল ইসলাম কাজিপুর থানা, ঢেকুরিয়া গ্রামের সেজাব আলীর ছেলে।
অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান,আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Wow, wonderful blog structure! How long have you ever been blogging for?
you make blogging look easy. The overall look of your site is great, as neatly as the content!
You can see similar: ecommerce and here sklep internetowy