রচনায়: কলি চক্রবর্তী
দন্দ্ব ঘুচাও
তপ্ত দহনে ঘামের মূল্য
কার কত বয় বুঝলে না,
শ্রমের আধার খুঁজলে না
কেউ কাউকে বুঝলে না।
দ্বন্দ্ব যখন পক্ষ ধরে
পক্ষ রয়না আপন সুর,
সুরের গতি ভিন্ন জেনে
কেউ কাউকে মানলে না।
ভাবনা যখন শুধুই নিজের
দাড়িপাল্লার ওজন খুঁজে,
সমতা বজায় রাখলে না
লভ্যাংশ ছাড়লে না।
আঁধারেতে নাই রে আলো
মেঘ বুঝি তাই ভীষণ কালো,
কালো আলোর সময় বুঝে
সঠিক পথে চললে না।
হারাজিতা শুধুই খেলা
জেনে কেন ঠকালে বেলায়?
ঠকালে আপন, ঠকতে হবে
জানতে চেষ্টা করলে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম