তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধিঃ “বসন্ত লেগেছে তোর রূপের মোহনা, বাসন্তী রাঙিয়ে দিও ফুলের বিছানা” শীর্ষক সাহিত্য সভা কবিতার মাটি বাংলাদেশের আয়োজনে জিয়া সেতুর পশ্চিম পাড়ে অনুষ্ঠিত হয়েছে
কবিতার মাটি বাংলাদেশ এর উপদেষ্টা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দেশবরেণ্য কবি, সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি শেখ সাইদুল আলম সাজু। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি তাইজুল মন্ডল ও সাধারণ সম্পাদক কালিপদ রায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করেন।
সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক নুরুন নাহার সরকার এর সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি ডাঃ নিখিল সারথী শর্মা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবি ও শিক্ষক সতিশ চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক এবিএম নুরেজ আহমেদ, কবি টিএইচ বকুল, কবি ও গীতিকার মোঃ আলতাফ হোসেন, কবি আলী শাহ সিকান্দার, কবি শ্রীমন রায়, কবি শাহজাহান আলী, কবি তৌহিদুল ইসলাম, কবি মোঃ বিল্লাল হোসেন, কবি রুবাইয়া আক্তার।
কবিতাগুলোর উপর আলোচনা করেন বিশিষ্ট দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ। তিনি বলেন, রস মাধুরী ছাড়া কবিতার সৃষ্টি হয় না। সাহিত্য চর্চায় সেই পরিবেশ তৈরী করে। সবকিছু নিয়েই কবিতা। শুধু কবিতার উপকরণগুলো আমাদের ধরতে হবে।
প্রধান অতিথি বিশিষ্ট দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ তার বক্তব্যে বলেন, কবিতা ও সাহিত্য চর্চা বিবেক ও জ্ঞানকে শানিত করে। কবিতার মাটি বাংলাদেশ সংগঠন হলো কবি সাহিত্যিকদের এবং গবেষকদের উপরে উঠার একটি প্লাটফর্ম। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখাই বাঙালী জাতির অংহকার। সেই বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নিয়েই কবি সাহিত্যিকরা চর্চা করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম