পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জুলাই-২০২২ সালের ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬তম এবং দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৬তম স্থানে রয়েছে । বিশ্ব তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩৮৬৭তম।
ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, এবার তালিকায় স্থান পেয়েছে দেশের ১৭১ টি বিশ্ববিদ্যালয় ও কলেজ। প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়(বিশ্বে ১৪৬৮) ও ২য় অবস্থানে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(১৪৭৬)। সম্প্রতি বিশ্বের দুই শতাধিক দেশের ৩০ হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে এই তালিকা প্রকাশ করে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।
তালিকায় থাকা দেশের শীর্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-বুয়েট(০৩), রাবি(০৪), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (০৫), জাবি(০৬), ব্রাক বিশ্ববিদ্যালয় (০৭), বাকৃবি(০৮), চবি(০৯), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(১০) ও নোবিপ্রবি(১১)।
সাধারণত ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে এ র্যাংকিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এ র্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।
Leave a Reply