গাজী আব্দুল আলীম খুলনা জেলা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের কৃতি সন্তান প্রফেসর রফিকুল ইসলামের জমজ দুই সন্তান রিয়াদ আরেফিন ও রাতুল আরেফিন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষায় গোল্ভেন A প্লাস পেয়ে কৃতিত্বের সাথে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মরহুম আব্দুল মজিদ মোড়লের পরিবার সার্বজনীন ভাবে শিক্ষীত পরিবার হিসেবে সবাই জানেন।।এ পরিবারের বড় ছেলে রফিকুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সরকারী কলেজের ইংরেজি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ও ১৯৮৯সালে এস এস সি পরীক্ষায় কৃতি ছাত্র হিসেবে চাঁদখালী বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে
বিজ্ঞান বিভাগে ১ম বিভাগে উত্তীর্ণ হন।
মরহুম আব্দুল মজিদ মোড়লের ২য় পুত্র প্রফেসর আসাদুল ইসলাম ও এস এস সি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে ১৯৯১ সালে বিজ্ঞান বিভাগে ৩য় তম ষ্ট্যান্ট করেছিলেন । বর্তমানে তিনি অষ্ট্রেলিয়ায় মোনার্স ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ও পরিঢালক সেন্টার অফ ডেভেলপমেন্ট ইকোনোমিক্স এন্ড সাসটেইনেবলিটি (সিডিইস) হিসেবে কর্মরত আছেন।
পিতা ও চাচার পদাঙ্ক অনুসরণ করে পড়াশোনায় দুই ভাই ও দেখিয়ে দিলেন চেষ্টা,পরিশ্রম ও অধ্যাবসায় থাকলে জীবনে সফলতায় কোন বাঁধাই বাঁধা হয়ে কাউকে দমিয়ে রাখতে পারে না।
দুই ভাইয়ের এ কৃতিত্বে পূরো পরিবার সহ সকল আত্বীয়স্বজন ও গ্রামবাসী খুশি।প্রফেসর রফিকুল ইসলাম ও তার সহধর্মিণী মারিয়া সুলতানা তার দূই জমজ সন্তানের জন্য আগামী দিনের ভবিষ্যৎ এর সফলতা কামনা করে দেশ বাসীর কাছে দোয়া কামনা করেছেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম