সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাতেও এসএসসি পরীক্ষায় অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর তাই পরিক্ষা কেন্দ্র নকল মুক্ত ও সুন্দর পরিবেশ তৈরী করতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান। তিনি আরো বলেন কোন শিক্ষকদের সন্তান পরিক্ষার্থী হলে তাকে ডিউটি থেকে বিরত রাখতে হবে। এবং যেদিন যে পরিক্ষা ওই বিভাগের শিক্ষক যাতে দায়িত্ব পালন করতে পারে সে দিকে খেয়াল রাখার নির্দেশ দেন কেন্দ্র সচিব ও হল সুপারকে।তিনি আরো বলেন দৌলতপুরের এস এস সি পরিক্ষা হবে সম্পূর্ণ নকল ও দূর্নীতি মুক্ত।কোন শিক্ষক নকলে সহযোগিতা করতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।তিনি আরো বলেন পরিক্ষা চলাকালীন সময়ে বাহিরের কেউ যেন প্রবেশ না করতে পারে এবং পরিক্ষার পরিবেশ যাতে ভালো থাকে সে বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন কে নির্দেশ প্রদান করেন।
আজ বুধবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান উপরোক্ত কথা বলেন।
উপজেলার সকল প্রধান শিক্ষকদের ও কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন -থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন,সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রেজাউল করিম,আমতুলী এফএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মজিবুর রহমান, উলাইল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।
এবিষয়ে সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো:মিজানুর রহমান বলেন এবছর দুটি ভেন্যুতে পরিক্ষা অনুষ্ঠিত একটা হলো আমতুলী এফ এস উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়।পরিক্ষায় সুন্দর পরিবেশ বজায় রাখতে সকল প্রস্তুতি শেষ হয়েছে।এবং পরিক্ষা নকল মুক্ত করতে শিক্ষকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন বলেন আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার অনুরোধ সকল শিক্ষকদের প্রতি।এছাড়া পরিক্ষার হলে সুন্দর পরিবেশ যেন বজায় থাকে সে দিকে সবাইকে কাজ করতে হবে। কোন শিক্ষককের দ্ধারা কোন ছাত্র/ছাত্রীকে হলে সহযোগিতা না করা হয় এবং কারো ক্ষতি না সেদিকে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।তিনি আরো বলেন কোন শিক্ষক যেন তার স্কুলের ছাত্র ছাত্রীকে প্রাইভেট না পড়ায়।অন্য স্কুলের ছাত্র/ছাত্রী পড়াতে পারবেন তবে ১০জনের বেশি না।আইন অমান্য করে কোন শিক্ষক প্রাইভেট পড়ায় তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি করেন শিক্ষকদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম