কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা ঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়কোম্পানীগঞ্জে একটা দল আছে, সারা বাংলাদেশেও আছে। তারা আওয়ামলীগকে ভয় পায়।
নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করছে। একটা কথা মনে রাখবেন, আপনাদের আন্দোলনে জনগণ না থাকলে সে আন্দোলন সফল হবে না। তারা নিজ দলের নেতাকমীর্দের নিয়ে পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে। ঐ আন্দোলনে তারা কখনও সফল হবে না। তিনি বলেন, কয়েকদিন আগে আইএমএফ বলেছে বাংলাদেশ অর্থনীতিতে ৩৫তম দেশ, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কাদের বলেন, আজকের পাকিস্তান সবদিক থেকে তলানিতে, বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে। পাকিস্তান শীলংকা হবে কিন্তু বাংলাদেশ কখনও শীলংকা হবে না। বাংলাদেশ শীলংকাকে ঋণ দিয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ, সৎ, জ্ঞানী, মুক্তিযোদ্ধা ও একসময়ের সিনিয়র জজ মোঃ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতি নিয়োগের ১০মিনিট আগেও কেউ জানতেন না যে, রাষ্ট্রপতি কে হবে। সবাইকে অবাক করে দিয়ে নেত্রী সাহাবুদ্দিন কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনা ভাগ্যবতি, তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়।
তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তার পিতা—মাতার নামে মোশাররফ—ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তির পরীক্ষা—২০২২, ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ৩৯৯জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এসময় তিনি কোম্পানীগঞ্জ উপজলা আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কতৃর্ক ২৩টি প্রকল্প উদ্বোধন করেন। ২৩টি উন্নয়ন প্রকল্প নির্মাণ ব্যয় হচ্ছে ৮২ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার ৮শত ২৫ টাকা। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপত্বি করেন, বামনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন এবং সঞ্চালনা করেন, শিক্ষিকা নাজমা আক্তার শিফা ও ফরিদা ইয়াছমিন মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, এলিন গ্রুপের পরিচালক গোলাম শরিফ চৌধুরী পিপুল, বাংলাদেশ ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, আওয়ামলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ইস্কান্দার মির্জা শামীম, জেলা আওয়ামলীগের সদস্য নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ।
সেতুমন্ত্রী আরও বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অপরিহার্য অংশ, তবে নিরষ্কুশ কিছু নয়। একজন মানুষ রাজনীতি করে সব সময় সবকিছু পায় না। অনেকে রাজনীতি করতে করতে নিঃশেষ হয়ে গেছে, কিছুই পায়নি। আমি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যে, আমি ১৬ বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আল্লাহর অশেষ মেহেরবানীতে শেখহাসিনা আমাকে ৩বার দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আমি মনে করি, আমার জীবন সার্থক।
তিনি বলেন, যরা দুনীর্তি করে, অপকর্ম করে, জমি দখল করে, আগুন সন্ত্রাস করে, এধরণের লোকেরা মানুষের কাছে চিহৃিত হয়ে যায়। আমি আগামী নির্বাচন পর্যন্ত চলমান উন্নয়ন কাজ শেষ করতে চাই। নতুন কাজের প্রতিশ্রম্নতি দিয়ে জনগণকে ধোকা দেওয়ার দরকার নেই। আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন উন্নয়ন কাজের প্রতিশ্রম্নতি দিব।
Leave a Reply