জহিরুল ইসলাম প্রতিনিধি : স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হলে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উত্তর ফটিকছড়িতে প্রথম উদ্যোগ গ্রহণ করে উপজেলার দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের উদ্যোমী কিছু তরুণ। তারা কোন ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই সাধারণ মানুষের সহায়তায় ১নং বাগান বাজার ইউনিয়নের বন্যার্তদের মাঝে চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে।
এ সময় তারা প্রায় দুই হাজার বন্যা কবলিত মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
২৫ আগস্ট রবিবার কর্মসূচির প্রথম দিনে ১ নং বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া মাস্টার পাড়ায় বন্যার্ত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. বিজয় মজুমদারের পরিচালনায় এবং মেডিকেল টিমের সদস্য আমজাদ হোসেন , মো,সজীব, মো,ইয়াছিন, মো সাজ্জাদ হোসেন সহ অনেকের সহযোগিতায় পরিচালিত হয়।এই মেডিকেল ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মো. সেলিম সিকদার, বাবলু খান, রাহাতুল আরেফিন, মামুন খান, মেজবাহ উদ্দিন, ইমন প্রমুখ।
কর্মসূচির দ্বিতীয় দিনে ২৬ আগস্ট বাগানবাজারের ৮ নং ওয়ার্ডের অফিস টিলা, রহমতপুর এলাকার বন্যার্তদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন,প্রভাষক হাসান মেহেদী, রাহাতুল আরেফিন, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, আমজাদ হোসেন, সাকিব, জয়নাল আবেদীন প্রমুখ।
২৭আগস্ট ২০২৪ সাল তৃতীয় দিন বাগান বাজার ইউনিয়নের রামগড় চা বাগানের ২৫ নং লেইন বন্যার্ত শ্রমিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ সম্পন্ন হয় ।এতে সার্বিক সহযোগিতা করেন বাগান শ্রমিক সহ, সন্মানিত ব্যবস্থাপক শওকত বাহার সোহাগ,রামগড় চা বাগান।
২৮ আগস্ট ২০২৪ইং দুপুর ২টায় রামগড় চা বাগানের "লিভ হাউজ "এলাকায় দ্বিতীয় দিনের মত স্থানীয় চা শ্রমিক বন্যা কবলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ প্রদান করা হয়। এতে সহযোগিতা করেন অত্র বাগানের চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম। সার্বিকভাবে সহযোগিতা করেন মোহাম্মদ বাবলু, মোহাম্মদ আরাফাত(রাহাত) শরিফ , এলহাম, আলামিন ,হাসান, রাকিব, জিল্লু ,জয়নাল, আজিজ ও অন্যান্য। সর্বোপরি সহযোগিতা করেন অত্রবাগানের
ব্যবস্থাপক শওকত বাহার সোহাগ সহ,চা বাগানের স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
চারদিন ব্যাপী পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে অর্থ সংগ্রহে দায়িত্ব পালন করেন আলী হোসেন, রাহাত আরেফিন, শরীফুল ইসলাম, অ্যালহাম, বাবলু বিশ্বাস, আল-আমিন পাঠান, হাসান, রাকিব, জিল্লু, জয়নাল, আজিজ প্রমুখ।
উক্ত চারদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় সার্বিক দিক নির্দেশনা প্রদান ও তত্ত্বাবধায়ন করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম