1. admin@dailysomoyaralo24.com : admin :
উওরা র‌্যাব-১ এর অভিযানে ৩২ জন ছিনতাইকারী গ্রেফতার দৈনিক সময়ের আলো ২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সময়ের আলো টোয়েন্টিফোর ডটকম পত্রিকায় আপনাকে স্বাগতম। সাংবাদিক  গোলাম কিবরিয়ার সম্পাদনায় আমরা সত্যসন্ধানে প্রতিজ্ঞাবদ্ধ, অপরাধ - অনিয়ম-ঘুষ সন্ত্রাস চাঁদাবাজ ও ভূমি দস্যূের সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে জানান আমরা তা তুলে ধরবো জনতার স্বার্থে  ধন্যবাদ।  ভিজিট করুন www.dailysomoyaralo24.com
শিরোনাম :
ঠাকুরগাঁও ইএসডিওর গেইমচেঞ্জার প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত লাউ চাষে সফল উদ্যোক্তা তৌহিদ কাহারোলে ভ্রাম্যমান আদালতে সার ডিলারকে জরিমানা ঠাকুরগাঁও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউএনও’র অব্যবস্থাপনায় বিজয় দিবস অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের সিরাজগঞ্জের সলংগায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাহারোলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ডেপুটি পুলিশ কমিশনার পদে যোগদান করছেন মো: শফিকুল ইসলাম শফিক গাজীপুর শিল্প নগরী টঙ্গীতে ঐতিহ্যবাহী অলিম্পিয়া টেক্সটাইল মিলের ২৩তম বার্ষিক সাধারণ সভা

উওরা র‌্যাব-১ এর অভিযানে ৩২ জন ছিনতাইকারী গ্রেফতার

Admin : kibria raj
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মোঃ শাকিল স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা হতে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৩২ জন কে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

আসামীরা হলেন ১) মোঃ রকি (২৪), পিতা-মৃত আব্দুল কালাম, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২) মোঃ পাভেল (২৫), পিতা-মৃত আলী হোসেন, থানা-গাছা, জিএমপি গাজীপুর, ৩) মোঃ অপু (১৯), পিতা-মোঃ মোশারফ হোসেন, থানা-মিরপুর, ডিএমপি, ৪) মোঃ শফিকুল ইসলাম (১৯), পিতা-মৃত মহবুল , থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ৫) মোঃ ফরহাদ (২৫), পিতা-মোঃ সোহরাব, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ৬) মোঃ সিয়াম (১৯), পিতা-মোঃ এরশাদ বাবুর্চি, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ৭) মোঃ মারুফ (২৫), পিতা-মোঃ খলিল , থানা-চান্দিনা, জেলা- কুমিল্লা, ৮) মোঃ মনোয়ার হোসেন (৩৫), পিতা-মৃত সমশের আলী, জেলা-দিনাজপুর, থানা-বাসন, গাজীপুর, ৯) মোঃ পারভেজ (২২), পিতা-মৃত নুর হোসেন, থানা-টঙ্গি পূর্ব, গাজীপুর, ১০) মোঃ স্বাধীন (২৫), পিতা-মৃত জাহিদুল, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ১১) মোঃ সিয়াম (১৮), পিতা-মোফাজ্জল মিয়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, ১২) মোঃ শান্ত মিয়া(১৯), পিতা- মোঃ চাঁন মিয়া, মাতা, থানা-জামালপুর, জেলা- জামালপুর, ১৩) মোঃ তাজু মিয়া (১৮), পিতা- মোঃ মোজাম্মেল মিয়া, থানা-শেরপুর, জেলা-জামালপুর, থানা-খিলক্ষেত, ডিএমপি, ১৪) মো: শুভ মিয়া (১৮), পিতা-মিন্টু মিয়া, থানা-বাঞ্ছারামপুর, জেলা-বি-বাড়ীয়া, ১৫) মোঃ মুন্না মিয়া (১৮), পিতা-মো: নাসির মিয়া, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ, ১৬) মোঃ হদয় খাঁন (১৮), পিতা- রফিকুল ইসলাম নবী, থানা-পলাশ, জেলা- নরসিংদী, ১৭) মোঃ ইব্রাহিম (২৫), পিতা- মোঃ বেল্লাল হাওলাদার, থানা- বরগুনা সদর, জেলা-বরগুনা, ১৮) মোঃ নাজমুল (২৫), পিতা- মৃত মহর আলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, ১৯) মোঃ রফিকুল ইসলাম @ কোদালবাবু (২৪), পিতা- মোঃ নিজাম উদ্দিন, থানা- লক্ষ¥ীপুর সদর, জেলা- লক্ষীপুর, ২০) রফিকুল ইসলাম@ রবিন (২৪), পিতা- মৃত শফিকুল ইসলাম, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর, ২১) মোঃ সাজ্জাদ হোসেন @ সাগর (২৫), পিতা- মোঃ হুমায়ুন কবির @ ফকিরা, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী, ২২) মোঃ শফিকুল ইসলাম@ শফি(২৬), পিতা-মৃত আলমাস মিয়া, থানা-মাদবদী, জেলা-নরসিংদী ২৩) মোঃ আজগর আলী (২৩), পিতা-মোঃ কাশেম আলী, থানা-মাদবদী, জেলা- নরসিংদী ২৪) মোঃ রাজিব হোসেন(২০), পিতা-কাশেম আলী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, ২৫) মোঃ ফয়সাল (২২), পিতা- আব্দুল হাকিম, থানা-বাঞ্ছারামপুর, জেলাঃ বি-বাড়িয়া, ২৬) মোঃ স্বপন মিয়া (৪০), পিতা- ইসমাইল হোসেন, থানা- হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ২৭) মোঃ ফারুক মিয়া (৩৫), পিতা- আব্দুস সালাম, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ২৮) আল আমিন (১৯), পিতা-মজনু মিয়া, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা, ২৯) মোঃ তাইজুল ইসলাম@ সাজু (১৮), পিতা-নিজাম শিকদার, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশাল, ৩০) মোঃ সুজন আহমেদ @ ফারুক (৩৫), পিতা-মৃত রঙ্গু মিয়া, থানা- টঙ্গীপূর্ব, গাজীপুর ৩১) মোঃ জসিম মিয়া (১৮), পিতা-মৃত কাবিল মিয়া, থানা- টঙ্গীপূর্ব, গাজীপুর ৩২) মোঃ আকাশ মিয়া (১৬), পিতা- তুহিন মিয়া, থানাঃ রাজশাহী সদর, জেলা- রাজশাহী’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত *১৫ গ্রাম গাঁজা, ২১ টি চাকু, ১৯ টি মোবাইল ফোন, ০১ টি মানি ব্যাগ, ০৪ টি ছুরি, ০১ টি ভাং, ০১ টি খুর এবং নগদ ৯৯৯০/- টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাবের অধিনায়ক মোস্তাক আহমেদ, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা