নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরসগর উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াসিম মিয়া ও বিল্লাল মিয়ার বিরোদ্ধে জোরপূর্বক প্রতিবেশীর জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।ওয়াসিম ওই এলাকার সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের পুত্র ও বিল্লাল রহমত আলীর ছেলে।বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়াসিম মিয়া নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ ফারুখ মিয়ার কাছে পরাজয় বরণ করেন।
ওই ঘটনায় প্রতিবেশী নুর আলীর ছেলে মোঃ ছোয়াব মিয়া বাদী হয়ে ওয়াসিম ও বিল্লাল দুই জনের বিরোদ্ধে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করে।লিখিত অভিযোগে জানা যায় ওয়াসিম বাদীর পিতার নিকট থেকে হরিপুর মৌজার ১৭৬১ দাগের ১৭ শতক জায়গা ক্রয় করে।অবশিষ্ট জায়গা বাদীর দখলে রয়েছে।
সম্প্রতি ওয়াসিম ও বিল্লাল মিলে জোরে ছোয়াব মিয়ার দখলীয় জায়গার গাছপাল কর্তন করে জোরে তার জায়গার উপর পাকা ঘর নির্মান শুরু করে।
থানায় অভিযোগের পর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান কের ঘর নির্মানের জন্য ইউপি সদস্যকে দায়িত্ব প্রদান করে।কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী।বাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় তারা কোন কিছুর তোয়াক্কা না করে ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।
মুঠোফোনে পরের জায়গা জোরপূর্ব দখলের বিষয়ে জানতে চেয়ে ওয়াসিমের মোবাইল নাম্ভারে একাদিক বার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ইউপি সদস্য মোঃ বিল্লাল বলেন, আগামী শনিবার বসে বিষয়টি সমাধান করে দেয়া হবে। জানতে চাইলে হরিপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ফারুখ মিয়া বলেন জায়গাটি নিয়ে ভেজাল আছে বলে শুনেছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপ- পুলিশ পরিদর্শক রূপন নাথ বলেন,জায়গা না কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলা রয়েছে। বিষয়টি আমি ইউপি সদস্য বিল্লাল পাঠানকে শেষ করে দেয়ার জন্য দায়িত্ব দিয়ে আসছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম