শেখ রাসেল জাতীয় দিবস-২০২২ এর মূল প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে আজ ১৮ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হয়েছে।
আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুদের জন্য চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্ততা, প্রেজেন্টেশন প্রস্তুত, বই পড়া উৎসবের আয়োজন করেছেন আলীকদম উপজেলা প্রশাসন।এছাড়া,পুস্পস্তবক অর্পণ, মিলাদ, র্যালি, আলোচনা সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম, জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু দুংড়ি মং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির খান, সহকারী প্রোগ্রাম অফিসার মৃন্ময় দাশ সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply