বান্দরবান জেলার আওতাধীন আলীকদম উপজেলায় সাম্প্রতিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়-২০২২ইং উত্তীর্ণ ২৬ জন সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের আজ সকাল সাড়ে ১০ ঘটিকার সময় আলীকদম উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলার একমাত্র নারী নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু দুংড়ি মং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এম.এ। আলীকদম উপজেলা শিক্ষা অফিসার জানাব মুসাব্বির খান, বীর মুক্তিযোদ্ধা কমন্ডার আব্দুল মান্নান সহ সহকারী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
একজন একজন করে পরিচয় পর্ব সমাপ্ত করার পর শিক্ষার মান উন্নয়নে যথাযথ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
তাছাড়া পাহাড়ি দুর্গম পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আন্তরিক ভাবে পাঠদান দেওয়া ও নিয়মিত শ্রেণী কর্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বক্তরা বক্তব্যে বলেন। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে সকলকে একসাথে এগিয়ে আসার আহবান করেন। দুপুর ১ঘটিকায় অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply