লালমোহন (ভোলা) প্রতিনিধি : তোমরা আমার স্ত্রী-সন্তানকে দেখে রেখো। আমার মৃত্যুর জন্য কেহই দায়ী না, আমি নিজেই দায়ী। ’এভাবে একটি সাদা কাগজে পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন মো. খোকন বয়াতী (৩০) নামের এক ব্যবসায়ী। তার লেখা ওই চিরকুটে পরিবারের উদ্দেশ্যে আরো বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে।
সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে গলায় দড়ি দিয়ে ফাঁস ওই ব্যবসায়ী। তিনি কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়াতী বাড়ির মো. পঞ্জেত বয়াতীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকালের দিকে খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ঝাপ ফালানো দেখে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে ঝাপ উঠিয়ে খোকনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply