নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে রিফাত শেখ (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে নুরুল্লাবাদ ইউনিয়নের ডিজিটালের মোড় এলাকায় নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকার রুবেল শেখের ছেলে। শুক্রবার বিকেলে মান্দা উপজেলার গোপালপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ রোববার সকালে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী জানান, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের শার্ট-প্যান্ট পরা লাশ ভাসতে দেখেন। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি অবহিত করেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের মা রোকেয়া বেগম জানান, ছেলে রিফাত রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দেশ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে। সম্প্রতি মান্দা উপজেলার গোপালপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে সে। গত শুক্রবার শ্বশুর বাড়িতে এসেছিল।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের কাছে থাকা মোবাইলফোন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ বিভিন্ন আলামতের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত ওসি আরও বলেন, এটি হত্যাকা- কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply