রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ রাকিব হাওলাদার।
রবিবার রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহ্উদ্দিন বিপিএম, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক ব্যক্তি তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার একটি দোকানের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এম তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তুরাগ থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ হাদীসুর রহমান ও এএসআই তোফায়েল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে মাদক কারবারিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত রাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply