আশরাফুল আলম শ্রাবন টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের আদি নাম ভাওয়াল। এবার সেই ভাওয়াল নাম নিয়ে গঠিত হলো সাংবাদিক সংগঠন ‘ভাওয়াল প্রেস ক্লাব’।
আজ (বৃহস্পতিবার) বিকেলে নগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের ৩য় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে যাত্রা শুরু করলো ভাওয়াল প্রেস ক্লাব।
ভাওয়াল প্রেস ক্লাব এর যাত্রালগ্নে দৈনিক যুগান্তরে কর্মরত মাজহারুল ইসলাম‘কে প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নবচেতনায় কর্মরত শামীম হোসেন‘কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও যাদের নিয়ে যাত্রা শুরু করেছে ভাওয়াল প্রেস ক্লাব তাহারা হলো, মোঃ শফিকুল ইসলাম বাবু, কার্যকরী সভাপতি,দৈনিক আজকের প্রভাত। মোঃ লিটন শেখ, সিনিঃ সহ-সভাপতি,দৈনিক বিজয় বাংলা। মোঃ সাইদুজ্জামান সিদ্দিকী, সহ-সভাপতি, দৈনিক দিনের আলো। মোঃ রেজাউল করিম (রেজা), সহ-সভাপতি, একুশে নিউজ। মোছাঃ মরিয়ম আক্তার মেীসুমি, যুগ্ন সাধারন সম্পাদক,দৈনিক বাংলাদেশ সমাচার। মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক,দৈনিক প্রতিদিনের কাগজ। এম হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক। মোঃ আবুল বাশার, দপ্তর সম্পাদক, দৈনিক বাংলাপত্রিকা.কম। মোঃ আজিজুল হাকিম, অর্থ বিষয়ক সম্পাদক (কোষাদক্ষ), দৈনিক বাংলাদেশ সমাচার। দেবাশীষ, আইনি বিষয়ক সম্পাদক ,দৈনিক নাগরিক ভাবনা। ক্বারী রাসেল হোসেন নূরানী,ধর্ম বিষয়ক সম্পাদক। মোঃ জাফর আলী, প্রচার সম্পাদক,জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা। মোঃ জামাল আহাম্মেদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। মোঃ গিয়াস উদ্দিন আহাম্মেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক, নাগরীক ভাবনা। মোঃ মোতালেব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আলেকিত সকাল।মোঃ বিপ্লব হোসেন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক, অগ্নি শিখা। আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এশিয়ান টিভি। মোঃ জিসান চেীধুরী,কৃষি বিষয়ক সম্পাদক,দৈনিক প্রথম বেলা।আশরাফুল আলম শ্রাবন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরা । মোছাঃ তমা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক। মোছাঃ মারুফা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক (০১),২৪ টিভি.কম। শিল্পি বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক (০২)।মোছাঃ হেলেনা খাতুননারী ও শিশু বিষয়ক সম্পাদকদৈনিক ঢাকা। কাজী মিছদাকুর রহমান সালাম,নির্বাহী সদস্য-০১,দৈনিক বাংলাপত্রিকা.কম। মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য-০২,আজকের আলোকিত সকাল, নির্বাহী সদস্য-০৩ মুফিজুল ইসলাম, দৈনিক সময়ের কথা।ভাওয়াল প্রেস ক্লাবের কমিটি ঘোষনা শেষে দোয়া ও মিষ্টি মুখ করানো হয়, ক্লাব ও ক্লাবের সকল সদস্যদের মঙ্গল কামনায়।
Leave a Reply