বার্তা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট নিয়ে যতই বিভ্রান্তির অপচেষ্টা করা হোক, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে জনগণ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পদত্যাগে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে কালশী ফ্লাইওভার উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক সংকটের পরও আসন্ন রমযান মাসে এক কোটি মানুষকে খাদ্যপণ্য পেতে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন তিনি।
ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো দেখতে দুই দশমিক তিন-চার কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লাইওভারের পাশাপাশি ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত ৩ দশমিক ৭ কিলোমিটার রাস্তা প্রশস্ত করে আট লেন করা হয়েছে। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের চার মাস আগে শেষ হয়। প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে ১ হাজার বার কোটি টাকা। আর এটির বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
কালশী মোড়ের পাশে বালুরমাঠে এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত প্রশস্তকৃত সড়ক উদ্বোধন করেন। এর ফলে মিরপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পাশাপাশি ভোগান্তি কমে আসবে অনেকটাই।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা এসেছি দেশের মানুষের ভাগ্য গড়তে। চুরি করতে নয়। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। কেউ বিভ্রান্ত করতে আসলে লাভ নেই। দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে অনেকেই নানা কথা বললেও সরকার সব জেনে বুঝেই প্রকল্প নিচ্ছে, বলেন সরকারপ্রধান।
তিনি বলেন, এই দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারে। কিন্তু আমরা সব বুঝেই প্রকল্প নিচ্ছি। তাই বিদেশি অর্থদাতারা অনেক প্রকল্প থেকে সরে গেলেও আবার তারা ফিরে আসছে। যেমন যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু।
বিশ্বজুড়ে খাদ্যপণ্য ও জ্বালানি দাম বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতখাতে বিপুল ভর্তুকি দেওয়া সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ না খেয়ে থাকবে না। আমরা এক কোটি মানুষকে খাদ্যপণ্য বিশেষ সুবিধায় দেব।
প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভারের নাম দেন হারুন মোল্লা ফ্লাইওবার। তিনি বালুর মাঠকে বিনোদন পার্ক করার ঘোষণাও দেন।
Leave a Reply