বার্তা ডেক্স : বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৩ দিনের সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচির মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেন চলাচল নিরাপদ করতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিশেষভাবে কাজ করছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঢাকা বিভাগের কমান্ড্যান্ট শহীদ উল্লাহ বলেন, যাত্রী ও রেলওয়ে স্থাপনার নিরাপত্তার জন্য অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোন অপ্রিতীকর ঘটনা নেই বলেও জানান তিনি।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে সারাদেশে আজ থেকে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।
Leave a Reply